টুনটুনি ও ফড়িং
এক বনে একটি টুনটুনি বাস করত । টুনটুনি পাখি একদিন বনের একটি ডুমুর গাছের পাতায় বাসা বাঁধল । সে প্রতিদিন বিভিন্ন বন থেকে কঁচি নরম ঘাস এনে বাসার মধ্যে জমা করে রাখল । কিছুদিনের মধ্যে সে বাসা তৈরী করা শেষ করল । সারাদিন সে বনের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে খাবার জোগার করত । আর সন্ধ্যা হলে বাসায় ফিরে এসে আপন মনে বাসার ঘুমিয়ে পড়ত । একদিন একটি কোণা ব্যাঙ্গ আর ফড়িং উভয়ে রাস্তায় দেখা হল । ফড়িংকে দেখো কোণা ব্যাঙ্গটি বলল, তুমি কি শুনেছো আজ রাতে মহা প্রলয় ঘূণিঝড় হবে । যদি পার তারাতারি অন্যত্র চলে যাও । এ কথা শুনে ভয়ে সেদিন হঠাৎ করে সন্ধ্যায় ফড়িংটি টুনটুনি পাখির বাসার কাছে এসে হাজির হল । ফড়িংকে দেখে টুনটুনি জিজ্ঞেস করল । ভাই ফড়িং তুমি হঠাৎ করে আমার বাসার কাছে আসলে কেন? তোমার কি সমস্যা হয়েছে ? ফড়িং টুনটুনিকে বলল, আমি আজ শুনতে পেয়েছি রাত্রের মধ্যে বড় ধরনের ঝড় হবে । আমার তো নিজের কোন ঘর-বাড়ী নেই, তাই তোমার কাছে এসেছি একটু আশ্রয়ের জন্য । টুনটুনি বলল, ভাই ফড়িং আমি তোমাকে কোনভাবেই আমার বাসায় জায়গা দিতে পারব না । কারণ, বাসার মধ্যে আমার ডিম রয়েছে । ফড়িংটি অনুনয় বিনয় করে বলতে লাগল, অন্তত আজ রাত টুকু আমাকে থাকার আশ্রয় দাও । ভোর হবার সাথে সাথে আমি তোমার বাসা ছেড়ে চলে যাব । ফড়িংটির অনুনয় বিনয় শুনে টুনটুনির দয়া হল । টুনটুনি বলল, আজ রাতের জন্য তোমাকে আশ্রয় দিতে পারি, তবে শর্ত আছে । ফড়িংটি বলল, যে কোন শর্তে আমি রাজি আছি । টুনটুনি বলল, তোমার হাত পা গুলো অনেক লম্বা । তুমি আমার বাসায় হাত পা গুটিয়ে থাকতে হবে । তাছাড়া আমার বাসা খুবই ছোট । ফড়িংটি বলল, আমি আমার হাত পা গুটিয়ে রাতটুকু কাটাবো । টুনটুনির শর্ত মোতাবেক ফড়িংটি টুনটুনির বাসায় ঢুকল । খবই সতর্ক হয়ে বাসার মধ্যে হাত পা গুটিয়ে থাকল । রাত যত হচ্ছে মাঝে মাঝে টুনটুনি ফড়িংকে সতর্ক করে বলতে থাকল, ফড়িং ভাই সাবধানে বসবে । ভুল করে যেন তোমার হাত পা ছাড়বে না । ফড়িং বলল, ঠিক আছে, ঠিক আছে হাত পা ছাড়ব না । গভীর রাত টুনটুনি আর ফড়িং ঘুমিয়ে পড়ল । এদিকে হাত পা গুলোকে গুটিয়ে রাখার কারণে ফড়িংটির খিল ধরে গেছে । ঘুমের ঘোরে হঠাৎ ফড়িংটি হাত পা ছেড়ে দিল । সাথে সাথে টুনটুনির বাসা ছিঁড়ে গিয়ে ডিমসহ টুনটুনি পাখি ও ফড়িংটি মাটিতে ধপাৎ করে পড়ে গেল । এবার টুনটুনি রাজার কাছে গেল বিচারের জন্য । রাজা টুনটুনির অভিযোগ মনোযোগ সহকারে শুনলেন । রাজা টুনটুনিকে জিজ্ঞেস করল, তোমাকে কে বলেছে মহা প্রলয় ঘূর্ণিঝর হবে । টুনটুনি বলল, মহারাজ, আমাকে কোণা ব্যাঙ্গ একথা বলেছে । এবার কোণা ব্যাঙ্গকে রাজা তলব করল । কোণা ব্যাঙ্গকে বলা হল, তুমি কি ফড়িংকে বলেছে যে, মহা প্রলয় ঘূর্ণিঝড় হবে । ব্যাঙ্গটি বলর, হ্যাঁ মহারাজ, একথা আমি ফড়িংকে বলেছি । একটু ভয় দেখিয়েছিলাম আর কি । এবার রাজা বলল, টুনটুনির বাসা আরা ডিমগুলো ভাঙ্গার জন্য তোমাকে শাস্তি পেতে হবে । ব্যাঙ্গের চামড়া ছুলে লবণ মাখিয়ে দেওয়া হল । আর ফড়িংকে দু’হাতে ছিদ্র করে ঝুলিয়ে রাখা হল ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন